মালদা

মমতা বন্ধোপাধ্যায়ের উন্নয়নে ভেঙে চুরমার গণি মিথ

মমতা বন্ধোপাধ্যায়ের উন্নয়নে ভেঙে চুরমার গণি মিথ। পঞ্চায়েত নির্বাচনে কার্যত নিশ্চিহ্ন কংগ্রেস। একক সংখ্যা গড়িষ্ঠতা নিয়ে জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। জেলায় দ্বিতীয় স্থানে পদ্ম শিবির। যদিও গণির জেলায় কংগ্রেস হারিয়ে যায়নি বলে দাবি মৌসমের।

গণি মিথ না রাজ্য সরকারের উন্নয়ন এই নিয়েই শুরু হয়েছিল মালদায় পঞ্চায়েত নির্বাচন। বরাবরের মতন গণি মিথকে সামনে রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছিল কংগ্রেস। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখে ময়দানে নামে। নির্বাচনের ফল বেরোতেই দেখা যায় গণি মিথ কার্যত ভেঙে চুরমার। গনি খান চৌধুরীর খাসতালুকে তৃতীয় স্থানে নেমে এসেছে কংগ্রেস। গণির মালদা এখন তৃণমূলের দখলে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। বামেরা প্রায় অপ্রাসঙ্গিক। আর নির্বাচনের পরেই এই নিয়ে শুরু হয়েছে কানাঘুসা। মালদায় নাকি গনি মিথ ভেঙে চুরমার হয়ে গেছে। 

জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম নূরের দাবি কোনোভাবেই গণি মিথ মালদা জেলায় নষ্ট হয়নি। তবে তিনি মুলত অভিযোগ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল লুটপাট করে এই ভোট করেছে। আগামী লোকসভা নির্বাচনে প্রমাণিত হয়ে যাবে মালদা জেলায় গণি মিথ অটুট রয়েছে কিনা। 

তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, গণি মিথ বলে এখন আর কিছু নেই রাজ্য সরকার যে উন্নয়নের কাজ করেছে তারই ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নেতৃত্ব সারা বছর মালদা জেলায় থাকে না। সুতরাং তাদেরকে মানুষ কাছে পায়না তৃণমূল উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থাকে তাই মানুষ তৃণমূলের পাশে চলে এসেছে বলে দাবি করেন তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/_f_53fNDK1c